হলদিয়া বন্দরের নতুন পালক সংযোজিত হলো মুরিং জেঠি


বৃহস্পতিবার,০২/০৭/২০২০
770

হলদিয়া: হলদিয়া বন্দরে ভোজ্য তেল আমদানি করার জন্য কেবল মাত্র এই জেটির ব্যবহার হবে।জাহাজে দু’পাশে দু’টি বওয়া থাকবে ভাসমান ভাবেই পাইপলাইনের মাধ্যমে এই ভোজ্যতেল খালি করা হবে ।তাই জন্য এর নাম মুরিং জেটি।এই জেঠির উদ্বোধন করেন এটা কেটে নারকেল ফাটিয়ে বন্দরের যে ম্যানেজার ট্রাফিক অফ কুমার মহাপাত্র। তিনি বলেন বন্দরে দ্রুত পরিষেবার জন্য এই জেটি কন্ট্রাকচুয়াল এ তৈরি হল। হলদিয়া বন্দরে ১৩ টি বার্থ তিন টি ওয়েল জেঠি থাকলেও এই যেটি সম্পূর্ণ আলাদা। বেশির ভাগ সময় বন্দরে জ্যাম থাকে তাই ঐ জেঠি কেবলমাত্র ভোজ্য তেল বহন করবে। তিনি আরোও বলেন জাহাজ গুলি যাতে দ্রুত পন্য খালাস করতে পারে ।তার জন্য এই ভাসমান জেটি। এই জেঠি তৈরি করতে বন্দরে কোন রেভিনিউ খরচা হয়নি।

একটি কন্টাকটার সম্পূর্ণ ভাবে তৈরি করেছেন তিনি বন্দরের সমস্ত রকমের পর্ন্য খালি করতে সহায়তা করবেন। কেবলমাত্র বন্দর তাকে প্রতি টন 22 টাকা হিসেবে তিনি ফেরত পাবেন। অর্থাৎ হলদিয়া বন্দর এই প্রথম কোন অর্থ নিয়োগ না করে ব্যবসা শুরু করল। এই জাহাজ 12000 টন ভোজ্য তেল নিয়ে এসেছেন। এখান থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে তাদের ফ্যাক্টরিতে চলে যাবে ছয় থেকে সাত হাজার টন ভোজ্য তেল খালি হবে। তারপরেই জাহাজ বন্দরের ভিতর দিয়ে থাকবে। জানালেন বন্দরে জেনারেল ম্যানেজার( ট্রাফিক) অভয় কুমার মহাপাত্র।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট