নিজেদের ঐক্যবদ্ধতাকে আরো একবার দৃঢ় ভাবে তুলে ধরল বাম ও কংগ্রেস


বুধবার,০১/০৭/২০২০
775

কলকাতা : ২০২১ এর বিধানসভা ভোটের আগে নিজেদের ঐক্যবদ্ধতাকে আরো একবার দৃঢ় ভাবে তুলে ধরল বাম ও কংগ্রেস। সৌজন্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাংলার রূপকার বিধান চন্দ্র রায়ের জন্ম-মৃত্যুদিনের স্মরণ অনুষ্ঠান। প্রতি বছরের মত ১লা জুলাই বিধান ভবনে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবারের অনুষ্ঠানে বাম নেতাদের উপস্থিতি অন্য মাত্রা এনে দেয়। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে এদিন পাশাপাশি আসন ভাগ করে নিয়েছিলেন বামফ্রন্টের নেতৃবৃন্দ। বাম নেতাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বাম কংগ্রেসের ঐক্যের ছবি ধরা পড়ে এদিনের অনুষ্ঠানে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট