লকডাউনে আত্মঘাতী বাস কন্ডাক্টর


বুধবার,০১/০৭/২০২০
558

পশ্চিম মেদিনীপুর:- তিন মাসের লকডাউননে রুজি রোজগার হারানো এক বাস কন্ডাক্টর রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন l সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বেলদা রেল স্টেশনের পাশে l বেলদা থানার পুলিশ সূত্রে জানা গেছে, সুভাষপল্লীর বাসিন্দা মৃত বাস কন্ডাক্টরের নাম দুর্গাপদ কর (আটচল্লিশ) l লকডাউননে তিন মাস রাস্তায় বাস না চলায় পাঁচ জনের সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি l এই সময়ে তিনি বেশ কিছু ধার-দেনায় পড়ে যান l টাকা শোধ করার জন্য পাওনাদারদের কাছ থেকে চাপও আসছিল l

মৃতের বোন মিতালী মন্ডল জানিয়েছেন, লকডাউনে কাজ হারানোর পর অভাবের সংসার চালাতে কয়েক হাজার টাকা ধার দেনা হয়েছিল l গত একমাস ধরে পাওনাদাররা তাগাদা দেওয়ায় দাদা মানসিক অবসাদে ভুগছিলেন l সোমবার রাতে সুভাষপল্লী লেবেল ক্রসিংয়ের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন l

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট