বাড়ির পুকুরে ডুবে মৃত্যু হলো এক ১০ মাসের শিশুর


বুধবার,০১/০৭/২০২০
551

ঝাড়গ্রাম:- সাতসকালে বাড়ির পুকুরে ডুবে মৃত্যু হলো এক ১০ মাসের শিশুর।ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর ২ নং ব্লকের গুরমা গ্রামে।পরিবার সূত্রে জানা গেছে আজ সকালে বাড়ির অন্যান্য বাচ্চাদের সাথে খেলায় মগ্ন হয়ে পড়ে ১০ মাসের মোহিত সরেন। খেলায় মত্ত অবস্থায় বাড়ি লাগুয়া পুকুরে ডুবে যায় মোহিত।অন্যান্য বাচ্চারাই চিৎকার করে খবর দেয় বাড়ির লোকেদের।মোহিতের বাড়ির আত্মীয়রা তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গুরমা গ্রামে সরেন পরিবারে।মোহিতের বাবা মঙ্গল সরেন বলেন সকালে জমিতে তলা ফেলতে গেছিলাম খবর পেয়ে ছুটে এসে দেখি মোহিত কে পুকুর থেকে উঠিয়ে ছেন পরিবারের সদস্যরা।

মোটর সাইকেলে করে তাকে হাসপাতালে নিয়ে আসি।বাড়ির অন্যান্য দিনের মতোই বাচ্চাদের সাথে খেলছিল মোহিত।সেই সময় খেলায় মত্ত অবস্থায় থাকা অন্যানদের চোখের আড়ালে পুকুরে চলে যায় মোহিত।সন্তান কে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন মোহিতের মা

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট