প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে প্রতিযোগিতা চলছে কে কত গরিব দরদী। গরিবের পকেটে মাসে ৭৫০০ টাকা ঢোকানোর দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী, সেই দাবি নস্যাৎ করেছেন প্রধানমন্ত্রী। শুধু চাল খেয়ে মানুষ বাঁচে না , বাঁচার জন্য আরও কিছু দরকার, তার জন্য টাকা লাগে। মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের। তিনি বলেন, তৃণমূলের বড়, ছোট , মেজো নেতারা সরকারি টাকা লুঠ করছেন। রোজ সংবাদমাধ্যমে মানুষ দেখছে। মুখ্যমন্ত্রী তাঁদের গ্রেফতার করছেন না কেন ? ভাষণে মানুষের পেট ভোরে না , মাথায় ছাদ হয় না। তাঁর জন্য সদিচ্ছা লাগে। বিজেপি – তৃণমূল ভোটের রাজনীতি করছে এর মধ্যে গরিব মানুষ মারা যাচ্ছে।
তাই এই ঘোষণা মানুষের বাঁচার রসদ যোগাবে না।