ইউরোপের বিভিন্ন শহরের মতো মহানগরী কলকাতাতেও তৈরী হতে চলেছে সাইকেল ট্রাক। দিল্লির একটি সংস্থা সমীক্ষা শুরু করেছে। আগামী ৩ মাসের মধ্যে কলকাতা পুরসভায় রিপোর্ট জমা দেবে ওই সংস্থা। সেই রিপোর্ট অনুযায়ী সাইকেল ট্রাক তৈরীর রাস্তা চিহ্ণিত করা যাবে। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। তিনি জানান, নিউটাউনে ইতিমধ্যেই সাইকেল লেন তৈরী করা হয়েছে। শহরের ভিতরের রাস্তা গুলিতে সাইকেল চালানোর অনুমতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে এখানকার আবহাওয়া সাইকের চালানোর পক্ষে উপযুক্ত নয় বলে মত ফিরহাদ হাকিমের। তবে শীতকাল সাইকেল চালানোর পক্ষে উপযুক্ত বলে জানিয়েছেন তিনি।
শহরে সাইকেল ট্রাক, ৩ মাসে রিপোর্ট
মঙ্গলবার,৩০/০৬/২০২০
854