ঝাড়গ্রাম:- পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ মোট ১১ দফা দাবিতে জেলাশাসকের কার্যালেয় ডেপুটেশন বাম ও কংগ্রেসের যৌথ মঞ্চ। এদিন বামফ্রন্ট ও কংগ্রেসের নেতারা মিছিল করেন ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড় হয়ে জেলাশাষকের কার্যালয়ে পর্যন্ত। শহরের পাঁচমাথা মোড়ে বিক্ষব দেখান। তারপর জেলাশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন বামফ্রন্ট ও কংগ্রেসের নেতারা। পরে তারা ডেপুটেশন জমা দেন ঝাড়গ্রামের জেলাশাষকের কার্যালয়ে।
পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলাশাসকের কার্যালেয় ডেপুটেশন বাম ও কংগ্রেসের যৌথ মঞ্চ
সোমবার,২৯/০৬/২০২০
465