বেসরকারি স্কুলের অতিরিক্ত ফিসের বিরুদ্ধে পথে নামবে ছাত্র পরিষদ


সোমবার,২৯/০৬/২০২০
786

কলকাতা : বেসরকারি স্কুলের অতিরিক্ত ফিস বাড়ানোর প্রতিবাদে এবার পথে নামার হুঁশিয়ারি দিল প্রদেশ ছাত্র পরিষদ। “নো স্কুল নো এক্সট্রা ফিস” এই দাবির ভিত্তিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামতে চলেছে ছাত্র পরিষদ । রবিবার প্রদেশ কংগ্রেস দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ। তিনি বলেন যে, বিভিন্ন বেসরকারি স্কুলের কাছ থেকে কাটমানি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই বর্ধিত ফিস না নেওয়ার জন্য সরকার কোন সার্কুলার জারি করতে পারছে না। সৌরভ আরও বলেন, করোনা পরিস্থিতির জেরে পরীক্ষা ছাড়া ছাত্র-ছাত্রীদের পাস করানোর দাবিকে তারা স্বাগত জানাচ্ছে। এই দাবি সরকারেরর মেনে নেওয়াকে ছাত্র-ছাত্রীদের জয় বলেই মনে করেন তিনি ।

তার মতে লকডাউনের জেরে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন মানুষ । আর ঠিক এই সময়ে অতিরিক্ত মুনাফা আদায়ের জন্য জন্য বিভিন্ন রকমের বর্ধিত ফিস দাবি করছে বিভিন্ন বেসরকারি স্কুল গুলি । আর এর প্রতিবাদে রাস্তায় নামছেন অভিভাবকেরা। তারা চান এই বিষয়টি অবিলম্বে শুধু মুখের কথায় নয় সরকারিভাবে কঠোর পদক্ষেপ নিন মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী । এছাড়া তিনি এদিন অভিযোগ তোলেন যে,ছাত্রীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তারা একাধিকবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিলে ও সেই চিঠির প্রাপ্তিস্বীকার তারা যেমন করেননি, তেমনি তাদের সঙ্গে সাক্ষাতের সময় দেননি। সেই সঙ্গে তিনি এ দাবি তোলেন যে আগামী তিন মাসের জন্য সরকারি-বেসরকারি সমস্ত স্কুলের ফিস ফিস মুকুবেরও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট