কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের হামলায় শুক্রবার শহীদ হলেন পশ্চিম মেদিনীপুর জেলার জওয়ান শ্যামল দে

কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের হামলায় শুক্রবার শহীদ হলেন পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দান্দরা গ্রামপঞ্চায়েতের সিংপুর গ্রামের সিআরপিএফ জওয়ান শ্যামল দে(২৮)। লাদাখের পর অনন্তনাগ!

আজ সকালে, জম্মু-কাশ্মীরের অনন্তনাগের বিজেহেরায় হাই রোডের উপর টহলরত সিআরপিএফ জওয়ানদের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা! বাইকে করে এসে ওই টহলদারি জওয়ানদের উপর হঠাৎ করে হামলা চালায় মুখোশধারী জঙ্গিরা! পাল্টা গুলি চালায় ভারতীয় জওয়ানরাও। তখন এলাকা ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা। কিন্তু জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই

মৃত্যু হয় সিআরপিএফ জওয়ান শ্যামল কুমার দে’র। অপরদিকে, সেনা-জঙ্গি গুলির লড়াইতে স্থানীয় এক বালকের মৃত্যু হয়েছে বলেও সিআরপিএফ সূত্রে খবর ।

শহীদ শ্যামল কুমার দে’র সিংপুরের বাড়িতে মৃত্যুর খবর এসে পৌঁছালে, সারা এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া! সারা রাজ্য ও জেলা জুড়ে বীর শহীদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা শুরু হয়েছে।

এদিকেজানা গেছে শহিদ জওয়ান শ্যামল দে ২০১৫ সালে সেনাবাহিনীতে যোগ দেন, বর্তমানে  সিআরপিএফ এর ৯০ নং ব্যাটেলিয়নে কাশ্মীরের অনন্তনাগে  কর্মরত ছিলেন। শহিদ জওয়ানের পরিবার সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে বাড়ি এসেছিল তারপর থেকে বাড়ি আসেনি। পরিবার সূত্রে জানা গেছে, মৃত শ্যামলের সঙ্গে এদিন সকালেই বাবা বাদল দে’র বাড়ির কিছু জিনিসপত্র কেনার জন্য মোবাইলে কথা হয়। তারপর দুপুর ১টা৩০মিনিট নাগাদ সিআরপিএফ অফিস থেকে ফোন আসে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন শ্যামল। ঘটনায় শোকের ছায়া নেমে আসে সবংয়ে। শ্যামলের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যসভার সাংসদ ডা. মানসরঞ্জন ভূইঞ্যাঁ, এলাকার বিধায়ক গীতা ভূইঞ্যাঁ।

পরিবারকে সমবেদনা জানান তাঁরা।,অন্যদিকে শুক্রবার সকালে পুলওয়ামা জেলার ত্রালে সেনা আর জঙ্গির গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম হয়েছে। এখানকার চেওয়া উল্লার গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি চালায় ভারতীয় জওয়ানরা। সেই লড়াইয়ে তিন জঙ্গি খতমের খবর টুইট করে জানিয়েছেন কাশ্মীর জোনের পুলিশ।

admin

Share
Published by
admin

Recent Posts

শহরের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…

2 days ago

৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…

2 days ago

ডিসেম্বরে ভারতীয় পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের ২৬ হাজার কোটি টাকার লগ্নি

ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…

2 days ago

আইএসএল: কেরালা ব্লাস্টার্সের দাপুটে জয়, মহামেডান স্পোর্টিং বিপাকে

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…

2 days ago

৩৭তম বিষ্ণুপুর মেলা: মল্লভূমের ঐতিহ্যের উন্মোচন

বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…

2 days ago

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…

2 days ago