ঝাড়গ্রাম:- লালগড় ব্লকের বিনপুর গ্রাম পঞ্চায়েতের ভুরষা থেকে মুরাবনি যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা হয়ে রয়েছে । বারংবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েও রাস্তা সংস্কার হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ । শুক্রবার ভেটলি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে বিনপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেয়ার পর বিনপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে গ্রামবাসীরা রাস্তা সংস্কারের দাবি জানিয়ে ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে অনেকদিন ধরেই বেহাল ছিল বিনপুর ১নং ব্লকের ভূরষা গ্রাম থেকে মুরাবনী পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার মিটার পাকা রাস্তা। সেই রাস্তা সারাইয়ের দাবিতেই এদিন বিনপুর ১নং অঞ্চলের প্রধানকে ডেপুটেশন ভেটলিসংসদের গ্রামবাসীরা।
পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে বিনপুর গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা
শুক্রবার,২৬/০৬/২০২০
508