কলকাতা : যে ভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটে চলে তাতে করে সাইকেলই এখন মানুষের ভরসা। সেই সাইকেলকে প্রতীকি হিসাবে তুলে ধরে আন্দোলনে ঝাঁপাল বামেরা। শুক্রবার যাদবপুর থেকে ঢাকুরিয়া পর্যন্ত মিছিল করে ইন্ডিয়ান ওয়েলের সামনে জমায়েত হন বাম কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। অবিলম্বে পেট্রোপণ্যের দাম কমানোর দাবি জানানো হয় এদিনের কর্মসূচি থেকে।
সাইকেলকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ! কিন্তু কেন ?
শুক্রবার,২৬/০৬/২০২০
686