নজরে ২১-র বিধানসভা, ২৯-শে বাম কং যৌথ পথে


বৃহস্পতিবার,২৫/০৬/২০২০
689

ভোট বড় বালাই! করোনা আবহের মধ্যেই যৌথ আন্দোলন কর্মসূচি নিল বাম ও কংগ্রেস। ২০২১ এর বিধানসভা ভোটের আগে জোটকে কংক্রিট করতে ২৯ জুন মহড়া হতে চলেছে বিমান-সোমেনদের ঐক্যের ডাক। বুধবার রাতে যৌথ বৈঠকে বসেছিলেন রাজ্যের বাম ও কংগ্রেস শিবিরের নেতারা। সোমেন মিত্র, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, প্রদীপ ভট্টাচার্যরা দীর্ঘ আলোচনা করেন জোটকে সুসংঘবদ্ধ করতে।

বৈঠক শেষে বিমান বসু ও সোমেন মিত্র একযোগে জানান, আগামী ২৯ জুন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যৌথ কর্মসূচি পালন করবে তারা। সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান বিমান বসু। সোমেন মিত্র বলেন, তাদের উভয়েরই উদ্দেশ্য এক, পথ এক। কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারকে পরাস্ত করতেই হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট