কলকাতা : বুধবারের সর্বদলীয় বৈঠক নিয় প্রতিক্রিয়া দিতে গিয়ে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়। করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতি এদিনের বৈঠকে কংগ্রেসের তরফ থেকে তুলে ধরা হয় বলে জানিয়েছেন প্রদীপবাবু। তিনি বলেন, করোনা পরিস্খিতি রাজ্যের অবস্থা ভয়াবহ। পরিকাঠামো আরও বাড়াতে হবে। আরও কোভিড টেস্ট করাতে হবে। সেইসব দাবি দলের পক্ষ থেকে রাখা হয়েছে
বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়: প্রদীপ
বৃহস্পতিবার,২৫/০৬/২০২০
869