ঝাড়গ্রামেও তৈরি হচ্ছে ৭৫ বেডের করোনা হাসপাতাল


বৃহস্পতিবার,২৫/০৬/২০২০
534

ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলা হাসপাতাল চত্বরে তৈরি হবে ৭৫ বেডের করোনা হাসপাতাল। সম্প্রতি, রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতাল প্রাঙ্গণের মধ্যেই সদ্য তৈরি হওয়া নাইট শেল্টার ভবনটিকে করোনা হাসপাতাল করা হবে। সেখানে পজিটিভ রোগীরা ভর্তি থাকবেন।জেলা স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, জেলায় ১৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁরা সবাই সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন।

এখনও পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও খবর নেই। তা সত্ত্বেও বিজ্ঞপ্তি জারি করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের নাইট শেল্টারে করোনা হাসপাতাল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এজন্য মেদিনীপুরের সেন্ট জোসেফ হাসপাতাল থেকে কিছু বেড আনা হচ্ছে। এছাড়াও ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পড়ে থাকা কয়েকটি নতুন বেড স্থানান্তরিত করা হচ্ছে।বর্তমানে ঝাড়গ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা শূন্য হলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে অগ্রিম সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্যদপ্তর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট