সূত্রের খবর, মঙ্গলবার সক্কাল সক্কাল কোভিড আক্রান্ত এক ব্যক্তি উদয় হন টালিগঞ্জ থানায়।করোনা পজিটিভ রিপোর্ট শুনে ঘাবড়ে গিয়ে সটান থানায় ঢুকে পড়লেন কোভিড রোগী। এই কথা শুনেই তোলপাড় পড়ে যায় থানায়। কোনওরকমে ওই ব্যক্তিকে থানা থেকে বের করে বাইরের গাছতলায় বসান হয় । এরপর স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁকে হাসপাতালে পাঠানোর পরে স্যানিটাইজ করা হল থানা চত্বর।
সাতসকালে টালিগঞ্জ থানায় ঢুকে পড়লেন কোভিড আক্রান্ত
বুধবার,২৪/০৬/২০২০
643