বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক মমতার


সোমবার,২২/০৬/২০২০
771

করোনা আবহে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক। বিভিন্ন সরকারি অফিস বেসরকারি অফিস খুলে গিয়েছে। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যাও। এক প্রকার দিশেহারা অবস্থা মানুষের। করোনা আতংক মনের মধ্যে থাকলেও বাধ্য হয়েই পাবলিক বাস বা পরিবহনকে সঙ্গী করে যাতায়াত করতে হচ্ছে। কোন পথে রাজ্য, কিভাবেই বা আগামী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে এবার পর্যালোচনায় সব দলের মতামত নিতে চাইছে রাজ্য সরকার। আগামী বুধবার নবান্নে বৈঠক হতে চলেছে সর্বদলীয়।

করোনা পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। আগামী বুধবার নবান্নে হবে এই বৈঠক। তাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি উপস্থিত থাকবেন। রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগেও করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে সিপিএম, বিজেপি, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

তারপর আমপান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে রাজ্য। মৃত্যু হয়েছে শতাধিক মানুষের, ঘরহারা হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। মোট সাড়ে ৬ কোটি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে এই ঘূর্ণিঝড়। ব্যতিক্রমী পরিস্থিতিতে ফের একবার সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, বুধবার দুপুর ৩ টেয় নবান্নে বসবে এই বৈঠক। মুখ্যমন্ত্রী ছাড়াও তাতে হাজির থাকবেন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠকে হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার বিকেলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন ব্যানার্জি বলেন, করোনা পরিস্থিতি নিয়ে বুধবারের সর্বদলীয় বৈঠকের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় প্রতিনিধিত্ব আছে এমন সমস্ত দলের কাছে বৈঠকের আমন্ত্রণ পৌঁছেছে। সেখানেই রাজ্যের কোভিড পরিস্থিতি বিরোধী দলগুলোর কাছে তুলে ধরা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট