আদিবাসী পাড়ায় কাজ হারানো মানুষের জন্য খাদ্যসামগ্রী


সোমবার,২২/০৬/২০২০
577

করোনা পরিস্থিতিতে দুর্বিসহ অবস্থা ‘দিন আনা দিন খাই’ মানুষজনের। নদীয়ার চাকদহ ব্লকের তেঁতুলবেড়িয়া আদিবাসী পাড়া কিংবা তাঁতিগাছি দুর্লভ পাড়ার মানুষগুলোর শরীরী ভাষা তারই জানান দিয়ে যাচ্ছে। এইসব এলাকার মানুষের দুরবস্থার কথা শুনে এগিয়ে এলেন বিশিষ্ট সমাজসেবী তথা শেফালী ফুড প্রডাক্টস-এর কর্ণধার শংকর নন্দী। প্রায় শতাধিক পরিবারের সদস্যদের হাতে এক মাসের শুকনো খাবার তুলে দিলেন তিনি। প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে শঙ্করবাবু ও তার সহযোগীরা সোমবার পৌঁছে গিয়েছিলেন এই প্রত্যন্ত এলাকায়।

প্রতিটি পরিবারের হাতে তিনি নিজের হাতে তুলে দিলেন চিড়ে, মুড়ি, চানাচুর,বিস্কুট, চিনি, মুসুর ডাল ও সাবান। এই কঠিন সময়ে খাদ্যসামগ্রী পেয়ে বেজায় খুশি এই দুঃস্থ দরিদ্র মানুষগুলো। পাশাপাশি এইসব পরিবারের শিশুদের মুখে মাস্ক পরিয়ে দেন তিনি। সেইসঙ্গে হাতে তুলে দেন বিস্কুট। তেঁতুলবেড়িয়া আদিবাসী পাড়ার যুবক লাফা হেমব্রম বলেন রেশনের খাদ্যসামগ্রী ছাড়া তেমন কোন সাহায্যই তাদের এলাকায় এসে পৌঁছায়নি। এদিন শংকর নন্দীকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান তিনি। শংকর বাবু বলেন, এই এলাকার মানুষের দুর্দশা দেখে তিনি তার সাধ্যমত সাহায্য করার চেষ্টা করেছেন। আগামী দিনেও তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট