অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির দাবি


রবিবার,২১/০৬/২০২০
642

১৯৭৫ সালে যখন পরিবহন ব্যাবসায় এলাম তখন ডিজেল এর লিটার ছিল ৮০ পয়সা আর বাস ভাড়া ছিল ল ১০ পয়সা ।১৯৭৫ ১ লা আগস্ট বাস ভাড়া ১০ থেকে ২০ পয়সা হলো। শুরু হলো আমার চলার রাস্তা। ২০২০ বাস ভাড়া ৭ টাকা আর ডিজেল ৭৪.৩৮ পয়সা।এই মুহূর্তে রাজ্যে Covid 19 ,বিধি মেনে বাস চালাতে হবে সীমিত Passanger নিয়ে। তার উপর স্বাধীনতা দর পর এই প্রথম দেশে ডিজেল এর দাম ৭৪.৩৮ পয়সা।কোন অঙ্কে এই পরিস্থিতিতে পরিষেবা দেওয়া সম্ভব।বাস মালিকরা অতি সাধারণ ঘরের মানুষ।

এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি উপর বিচার করে বাস ভাড়া বৃদ্ধি ছাড়া বিকল্প কোন রাস্তা নাই।যত তাড়াতাড়ি বাস ভাড়া বৃদ্ধি ঘোষণা হবে তত তাড়াতাড়ি পিরিষেবা সাভাবিক হতে পারে। রবিবার এক প্রেস বিবৃতি দিয়ে জানালেন জয়েন্ট কাউন্সিল অফ বার সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট