দূরত্ব বজায় রেখে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ উদযাপন ঝাড়গ্রাম জেলায়


রবিবার,২১/০৬/২০২০
671

ঝাড়গ্রাম:- ‘আন্তর্জাতিক যোগ দিবস’ এ, (international Yoga Day) বাড়িতে থেকে অথবা দূরত্ব বজায় রেখে দিনটি উদযাপন করলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলি’র সদস্য-সদস্যরা। যোগ প্রশিক্ষক এবং বিভিন্ন ব্যায়ামাগারের পক্ষ থেকেও দিনটি পালন করা হল। দিনটি গুরুত্বের সঙ্গে পালন করলেন, সেনাবাহিনী ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী তে ১৬৭ নম্বর ব্যাটলিয়নের সিআরপিএফ ক্যাম্পে বিশ্ব যোগা দিবস পালন করা হয় ।ওই অনুষ্ঠানে ক্যাম্পে থাকা সকল সিআরপিএফ জওয়ানেরা অংশগ্রহণ করেন। সিআরপিএফ জওয়ান এরা বিভিন্ন যোগ ব্যায়াম করে বিশ্ব যোগা দিবস পালন করেন।গোপীবল্লভপুরের মহুলবনী গ্রামে বিজেপির সাতমা মন্ডলের পক্ষ থেকে রবিবার পালিত হল যোগ দিবস। এদিন স্থানীয় বিজেপি কর্মীরা মহুলবনী গ্রামের ক্রিকেট মাঠে সম্মিলিতভাবে যোগ অভ্যাস করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সম্পাদক অবনী কুমার ঘোষ সহ স্থানীয় বিজেপি নেতা এবং কর্মীরা। কর্মসূচিতে অংশ নিয়ে উপস্থিত সকলকে প্রতিদিন যোগ অভ্যাস করার পরামর্শ দেন অবনী কুমার ঘোষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট