ফের জেলায় বিজেপির শক্তি ক্ষয়,বিজেপি ছেড়ে তৃণমুলে যোগদান জেলা তৃণমূল  সভাপতি অজিত মাইতির হাত ধরে

পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা র সাংসদ দিলীপ ঘোষ জেলায় পা রাখা মাত্র গতকাল থেকে আজ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন দল থেকে শয়ে শয়ে নেতা কর্মীদের ঢল নেমেছে তৃনমূল এ যোগদান এর। জেলার গোয়ালতোড় ব্লকে বি জি পি থেকে প্রায় তিনশ  কর্মী সমর্থক জেলা তৃণমূল  সভাপতি অজিত মাইতির হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের জেলা নেতৃত্ব দাবি করেছেন। তাদের হাতে দলের জেলা সভাপতি অজিত মাইতি এবং উপস্থিত দুই বিধায়ক আশীষ চক্রবর্তী ও শ্রীকান্তমাহাত দলীয় পতাকা তুলে দেন বলে জেলা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে , খড়্গপুর এক নম্বর ব্লকেও আড়াইশো জন কর্মী সমর্থক বিজেপি ছেড়ে  তৃণমূলে যোগ দিয়েছেন বলে অজিত মাইতি দাবি করেছেন। বিজেপি থেকে তৃণমূলে যোগদানের অনুষ্ঠানে বিধায়ক দীনেন রায়, নির্মল ঘোষ , অজিত মাইতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে পিংলা ব্লকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এম্বুলেন্স সার্ভিস প্রদান করলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র,এরপর প্রায় ২০০ জন বিজেপি ছেড়ে তৃণমূল এ যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অজিত মাইতি। মাত্র এক সপ্তাহ আগেই একইভাবে কেশপুরের ১৪ নম্বর ঝেঁতলা ও ১৫ নম্বর এনায়েতপুর এলাকার প্রায় শতিনেক বিজেপি কর্মী তৃনমূলে যোগ দিয়েছেন। উল্লেখ করা যেতে পারে ২০১৬ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সারা দেশজুড়ে ভালো ফল করায় অনেকেই তৃনমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। তাদের অনেকেই এখন ফিরে আসছেন পুরোনো দলে। এদিন কলাগ্রাম এলাকার সিপিএম ছেড়ে বিজেপিতে যাওয়া তন্ময় ঘোষের ডানহাত বলে পরিচিত সেক আজিজুল হক চলে এসেছেন তৃনমূলে।

জেলা তৃনমূল সভাপতি অজিতবাবু বলেছেন, বিজেপির প্রচার সর্বস্ব নেতা দিলীপবাবু যতবার মেদিনীপুরে পা রাখবেন ততবারই বিজেপি ছেড়ে দলে দলে লোকজন তৃনমূলের দিকে পা বাড়াবে। বিজেপির লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করে বলেও অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগ, দাঁতনে মৃত যুবকের অন্তেষ্টিতে যেভাবে বিজেপি নেতারা যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছেন ও সন্ত্রাসীদের মতো থানা জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছেন তা সাধারন মানুষ কোনওদিন মেনে নেবে না। আগামী বুধবার দাঁতনে মৃতের পরিবারকে পাশে নিয়ে বিজেপির পাল্টা সভা করবেন তারা। অজিতবাবুর দাবি, বিজেপি নেতাদের কর্মকাণ্ড দেখেই দলে দলে বিজেপি কর্মীরা তৃনমূলের দিকে ঝুঁকছেন। আগামীদিনেযোগদান হবে বলেও জানিয়ে রেখেছেন তিনি।

admin

Share
Published by
admin

Recent Posts

শহরের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…

19 hours ago

৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…

19 hours ago

ডিসেম্বরে ভারতীয় পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের ২৬ হাজার কোটি টাকার লগ্নি

ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…

19 hours ago

আইএসএল: কেরালা ব্লাস্টার্সের দাপুটে জয়, মহামেডান স্পোর্টিং বিপাকে

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…

19 hours ago

৩৭তম বিষ্ণুপুর মেলা: মল্লভূমের ঐতিহ্যের উন্মোচন

বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…

19 hours ago

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…

19 hours ago