দ্বীপাঞ্চল চিতনানে রূপনারায়ন নদীর জল বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই কয়েকশো ফুট  রাস্তা নদীগর্ভে


রবিবার,২১/০৬/২০২০
667

হাওড়া,আমতা: হাওড়ার গ্রামীণের দ্বীপাঞ্চল চিতনানে রূপনারায়ন নদীর জল বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই কয়েকশো ফুট  রাস্তা নদীগর্ভে চলে গিয়েছে । শুক্রবার রাতে সেখানে বৃষ্টিতে নদীবাঁধ আবার ভাঙে।তাই জোয়ারের সময় সেখানে জল ঢোকে।এলাকার মানুষ তারজন্য আতঙ্কে আছেন।তবে বসে নেই প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের ডাকে তৎক্ষনাৎ সেই জায়গা পরিদর্শনে যান প্রশাসনিক কর্তাব্যক্তিরা । হাওড়ার আমতা  দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল ও চিতনান গ্রাম  পঞ্চায়েতের প্রধানসহ  অন্যান্য কর্তা ব্যক্তিরা সেখানে  পরিদর্শন করতে যান।

তাঁরা  এলাকা পরিদর্শনের পর সেচ দফতরের আধিকারিকদের খবর পাঠান । খবর পাওয়ার পর সেচ দফতরের আধিকারিকরা  আসেন।শুরু হয় বাঁধ মেরামতির কাজ। প্রশাসনিক কর্তাদের এই তৎপরতায় খুশি এলাকার মানুষ । আমতা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল জানান , সেচ দফতরের কর্মীরা বাঁধ মেরামতির কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমাজের এই বিপদের সময় তাঁরা অনবরত ছুটে বেড়াচ্ছেন । চিতনানে এই জায়গা পরিদর্শন করতে এসে সঙ্গে  সঙ্গে  সেচ দফতরের আধিকারিকদের জানানো হয়।রূপনারায়ণ নদীর জল বাড়ছে । তবে প্রশাসন তৎপর আছে। সেচ দফতরের আধিকারিকরা যথাযথ চেষ্টা করছে বলে জানান তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট