।। কবিতা।। জীবন রথ


শনিবার,২০/০৬/২০২০
2680

।। কবিতা।।

জীবন রথ

অনুপ মণ্ডল

জীবন রথের চাকাগুলি-ঘুরে চলেছে,
প্রতি পলে পলে।
না জানি সে রথের চাকা,
কবে থাকবে পরে একা!

যেদিন জীবন দেবতা,
ছেড়ে দেবেন হাতের সুতা –
সেদিন হয় তো আমি,
আঁকড়ে ধরবো জমি!

যে জমিকে সারা জীবন,
করেছি অবহেলা!
কোনদিন মাঠে বুনিনি সোনাধান।
রেখেছি তারে শুধু পদঅভারে।

পৃথিবীতে এসে-মানুষ হয়ে,
কোনদিন দাগ রাখতে পারিনি।
মানব জন্ম গেলো বৃথায় !
ক্ষমা করো হে -বীণাপাণি ।

অনুপ মণ্ডল

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট