২০১৩ সালে তৈরি হওয়া “যুবশ্রী” প্রকল্পের অন্তর্ভুক্ত কয়েক লক্ষ বেকার ছেলে-মেয়ে দের আজ চরম দুরবস্থা


শুক্রবার,১৯/০৬/২০২০
1773

আজ ১৯ জুন ২০২০- শুক্রবার “পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি”র ‘হুগলী জেলা যুবশ্রী কমিটি’র পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট (District Magistrate) – এর নিকট অনলাইনে একটি স্মারকলিপি প্রদান করা হয়। হুগলি জেলা যুবশ্রী সংগঠনের সদস্য শিমুল বর্মন এক প্রেস বিবৃতিতে জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি’র এক বছরের মধ্যে চাকরিতে নিয়োগের ঘোষণা সহ ২০১৩ সাল থেকে তৈরি হওয়া যুবশ্রী প্রকল্পের আওতাভুক্ত যুবকদের আজও কোন চাকরির ব্যবস্থা হয়নি। যে সমস্ত যুবশ্রী বন্ধুরা কোন প্রকার একটা বেসরকারী সংস্থায় স্বল্প মজুরিতে কাজে যুক্ত ছিল, করোনা সংক্রমণ প্রতিরোধে অপরিকল্পিত লক ডাউনে তাদের অবস্থাও আজ সংকটজনক। লক ডাউন পরিস্থিতিতে অনেকেই বেতন পায়নি। এমনকি ছাঁটাই এর শিকার বহু যুবশ্রী বন্ধু সহ সাধারণ যুবক। এমনই এক কঠিন পরিস্থিতিতে “পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি”র হুগলী জেলা কমিটি র পক্ষ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী, শ্রম মন্ত্রী এবং হুগলী জেলা শাসক, সকল এস ডি ও/ বি ডি ও সহ সকল প্রশাসনিক দপ্তরে অনলাইনে স্মারকলিপি প্রদান করা হয়।
এই স্মারকলিপিতে যে দাবীগুলি করা হয়েছে :

১) মাননীয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অবিলম্বে বিভিন্ন সরকারি পদে যোগ্যতা অনুযায়ী ‘যুবশ্রী’দের নিয়োগ করতে হবে।

২) জেলার সরকারি স্থায়ী /অস্থায়ী পোস্ট গুলিতে যুবশ্রীদের নিয়োগ করতে হবে।

৩) Annexure-lll বাতিল করতে হবে।

৪) বাজার মূল্য অনুযায়ী উপযুক্ত পরিমাণ উৎসাহ ভাতা দিতে হবে।

৫) যে সমস্ত যুবশ্রী বন্ধুদের ভাতা কোন কারণে বন্ধ হয়ে গেছে, তাদের অবিলম্বে ভাতা চালু করতে হবে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট