পড়ুয়াদের পাশে শিক্ষিকা


শুক্রবার,১৯/০৬/২০২০
817

করোনার জেরে ইস্কুল বন্ধ দীর্ঘদিন। তাতে কি হয়েছে? নদিয়ার চাকদহ ব্লকের রাউতাড়ি হাই স্কুলের শিক্ষিকা শর্মিষ্ঠা বিশ্বাস এই করোনা আবহের মধ্যে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন পড়ুয়াদের। নিজের উদ্যোগে পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস চালু করেছেন তিনি। আবার দুঃস্থ দরিদ্র মানুষদের কথা ভেবে ছুটে যাচ্ছেন তাদের পাশে। শুক্রবার তাঁতিগাছি গ্রামের প্রায় দেড়শো পড়ুয়ার জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করেছিলেন তিনি।

নিজের বাবা মাকে সঙ্গে নিয়ে কল্যাণী থেকে এই প্রত্যন্ত গ্রামে ছুটে এসেছিলেন শর্মিষ্ঠা বিশ্বাস। দরিদ্র পরিবারের এইসব পড়ুয়াদের হাতে তিনি নিজের হাতে তুলে দিলেন রান্না করা খাবার। এই শিক্ষিকা বলেন, করোনা পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারিয়েছেন। চরম দুর্দিন শুরু হয়েছে মানুষের জীবনে। এরকম একটা অবস্থায় এই সব মানুষের পাশে সাধ্যমত থাকার চেষ্টা করছি। বহু অভিভাবকের কাজ না থাকায় অনেক পরিবারের ছোট বাচ্চারা ঠিকমতো খাবারও পাচ্ছে না। সেইসব বাচ্চাদের মুখে যাতে একটু হাসি ফোটে সেজন্যই সাধ্যমত চেষ্টা করেছি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট