।। কবিতা।। – বারুদ


বৃহস্পতিবার,১৮/০৬/২০২০
3467

।। কবিতা।। – বারুদ

ঝর্ণা ভট্টাচার্য‌্য

বারুদ আদর পেতে চাও
পাহাড় নদী ঝর্ণা হও,
আগ্নেও গিরি, খিদের দায়
মাথার ছাদ, পারোকি দিতে
পূর্ণিমার চাঁদ?
প্রেম নিয়ে করো শুধু
বিকারগ্ৰস্ত মাতামাতি
লকলকিয়ে ওঠে মোহ রসনা
দুদিন পরেই হবে আনমনা
নিভে যাবে উত্তাপ,
ছুঁড়ে দেবে বিচূর্ণ ভালোবাসা
যন্ত্রনায় হব কাতর।
প্রেমের সিঁড়ি বাইব না
জানি বিপ্লাবিত হব
মৃত্যু অবধারিত।

ঝর্ণা ভট্টাচার্য‌্য

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট