।। কবিতা।।- নষ্ট সামাজে ভয় পেওনা


বৃহস্পতিবার,১৮/০৬/২০২০
2217

।। কবিতা।।

নষ্ট সামাজে ভয় পেওনা

ইতিকা বিশ্বাস

নষ্ট সামাজে উন্নত তুমি যতই হও
আঁচ তোমার গায়ে লাগবেই
ভয় পেওনা রক্তবর্ণে,
দুটি সমাধান, প্রখর প্রতিবাদের শক্তি
নতুবা উন্নতমানের নষ্ট তুমি হয়ে যাও।

বিষাক্ত চোখের ভাষা বুঝতে
বিষের প্রয়োগ তুমিই করো
দেখবে হার জিতের প্রশ্নই নেই
সফল হও বা না হও…
করবেনা ভুল তোমাকে চিনতে।

মাথানত দুর্বলতার কালঘুম
সুযোগে শিকার করবে তোমাকেই
শক্ত আবরণে মেরুদন্ডটা গড়ো
পরিচয়টাও ধরবে মেলে অন্তিম।

ভয়ের রাজ্যে ছোবল তোমাকে দেবে
বাঁচতে প্রস্তুতি স্বয়ং নিতে হবে
কেউ নেই পাশে শক্ত হাতে হাল
মনে রেখো তোমাকেই ধরতে হবে।

ইতিকা বিশ্বাস

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট