.দুই দেশের সেনার মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে লাদাখ সীমান্তে। যার জেরে ভারতের অন্তত ২০ সেনা জওয়ান ও অফিসারের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, চীনেরও হতাহত অন্তত ৪৩। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাশাপাশি চীনা দ্রব্য বয়কটের দাবি তুলেছেন অনেকে। সুত্রের খবর BSNL ,MTNL চিনা যন্ত্র নিষেধের কথা বলা হয়েছে। বেশ কয়েকদিন ধরে লাদাখের ভারত চিন সীমান্তে ভারতীয় সৈন্যবাহিনীর উপর আক্রমণ করছে চিনা সেনারা। তারই প্রতিবাদে চীনা পন্যদ্রব্য বয়কটের ডাক উঠছে বিভিন্ন প্রান্তে।
চিনা যন্ত্র নিষেধ BSNL ও MTNL-এ
বৃহস্পতিবার,১৮/০৬/২০২০
1885