“গড়িয়া শ্মশানে ঘটনা ভিডিও, সরকারের উচিত এই ঘটনায় মাথা নিচু করে ক্ষমা চাওয়া”- সুজন


সোমবার,১৫/০৬/২০২০
813

গড়িয়া শ্মশানে ঘটনা ভিডিও সকলেই দেখেছেন। বালির বস্তার মতো লাশ গাড়িতে তোলা হচ্ছে। এখন সেই ভিডিওকে সরকারের মন্ত্রী ফেক ভিডিও বলছেন। কলকাতা পৌরসভার মেয়র কাছে কাছে কয়েকটি প্রশ্ন রেখেছিলাম। কিন্ত তার উত্তর তিনি দিতে পারেননি।

যদি লাশগুলো বেওয়ারিশ হয়, তাহলে তার আইডেন্টিফিকেশন নম্বর, পোষ্ট মর্টেম রিপোর্ট প্রকাশ করুক সরকার। নুন্যতম বোধ থাকলে সরকারের উচিত এই ঘটনায় মাথা নিচু করে ক্ষমা চাওয়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট