খাদ্য বিভাগের প্রায় সাড়ে তিন কোটি টাকা প্রতারণা, হাবড়া থানার হাতে ধৃত প্রতারক


সোমবার,১৫/০৬/২০২০
812

খাদ্য বিভাগের কাছ থেকে ধান নিয়ে চাল দেওয়ার কথা ছিল ।হাবড়ার এক রাইস মিল মালিকের ।তখন ধান নিলেও চাল দেওয়া হয়নি । প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাত করেছে রাইস মিল মালিক ওই প্রতারক ।এই মর্মে 2018 সালের এপ্রিল মাসে খাদ্য বিভাগে তরফে হাবড়া থানায় একটি অভিযোগ দায়ের হয় ।তদন্তে নামে হাবড়া থানার পুলিশ ।

ঘটনার পর থেকে মিল বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত রাজদ্বীপ রায় নামে বছর 48 ঐ ব্যক্তি । রবিবার বিকেলে তাকে নারায়ণপুর থানা এলাকা থেকে গ্রেফতার করলো হাবড়া থানা । সোমবার ধৃতকে তোলা হচ্ছে বারাসত আদালতে। ধৃতের বিরুদ্ধে অন্য থানাতেও প্রতারণার অভিযোগ আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট