করোনা সতর্কতা হিসাবে কড়া নিয়মবিধি মেনেই বেলুড় মঠে ঢুকতে হবে ভক্ত দর্শনার্থীদের


সোমবার,১৫/০৬/২০২০
638

সোমবার ১৫ জুন থেকে ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে যাবে বেলুড় মঠ। তবে, এবার করোনা সতর্কতা হিসাবে কড়া নিয়মবিধি মেনেই বেলুড় মঠে ঢুকতে হবে ভক্ত দর্শনার্থীদের। বিভিন্ন বিধিনিয়ম মেনেই খোলা হবে বেলুড় মঠ। ২৪ মার্চ থেকে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ হয়েছিল বেলুড় মঠে। বেলুড় মঠ সূত্রে জানা গেছে, ১৫ জুন সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত ও বিকেল ৪ টে থেকে ৬ টা পর্যন্ত দর্শনার্থীদের বেলুড় মঠে প্রবেশ করতে দেওয়া হবে। তবে প্রবেশদ্বারের মুখে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং হবে। সবাইকে স্যানিটাইজার দিয়ে হাত ধুইয়ে বেলুড় মঠে প্রবেশ করানো হবে। নির্দিষ্ট দূরত্ববিধি মেনে সবাইকে মঠে প্রবেশ করানো হবে। এরপর মঠ কর্মী ও সন্ন্যাসীরা এক এক করে দর্শনার্থীদের রামকৃষ্ণদেবের মূল মন্দিরে নিয়ে যাবেন।

সবাইকে একসঙ্গে মূল মন্দিরে প্রবেশ করানো হবে না। তবে মন্দিরের মধ্যে কেউ বসতে পারবেন না। সাস্ট্রাঙ্গে প্রণামও করা যাবে না। মন্দির থেকে বেরিয়ে স্বামী বিকেকানন্দের আবাস গৃহ বা মঠের মূল কার্যালয়েও যেতে পারবেননা দর্শনার্থীরা। মূল মন্দির থেকে বেরিয়ে ব্রহ্মানন্দের মন্দির, স্বামীজির মন্দির ও শ্রীমায়ের মন্দির দর্শন করা যাবে। তবে কোথাও বসা যাবে না। মূল মন্দিরে বসে সন্ধ্যারতিও আপাতত দর্শনার্থীরা দেখতে পারবেন না। মন্দির দর্শন করেই বেরিয়ে আসতে হবে। পরস্পর অন্তত ৬ ফুট দূরত্ব বজায় রাখা হবে। পাশাপাশি বেলুড় মঠের অধ্যক্ষ মহারাজের দর্শন ও প্রণাম এবং মঠের সমস্ত মহারাজ ও সাধুদের প্রণামও আপাতত বন্ধ থাকবে। বেলুড় মঠের ভেতর অস্থায়ী কার্যালয়ে কোনও প্রয়োজন হলে ভক্তরা যোগাযোগ করতে পারবেন। ভক্তদের সুবিধার্থেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে মঠ সূত্রের খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট