অভিযান চালিয়ে ৩৫ হাজার লিটার চোলাই তৈরির উপকরণ উদ্ধার নয়াগ্রামে


সোমবার,১৫/০৬/২০২০
593

ঝাড়গ্রাম:- নয়াগ্রামে অভিযান চালিয়ে মাটির নীচ থেকে ৩৫হাজার লিটার চোলাই তৈরির উপকরণ উদ্ধার করল আবগারি দপ্তর। নয়াগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালান আবগারি দপ্তরের অফিসার ও কর্মীরা। অভিযান চালিয়ে ৪০লিটার চোলাই মদ ও ২০০টি ড্রাম বাজেয়াপ্ত করেন তাঁরা। তবে ওই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, নয়াগ্রাম ব্লকের বনিশোল, খাঁকড়ি, ধুমসাই, ধোবাগোবিন্দপুর এলাকায় অভিযান চালানো হয়। আবগারি দপ্তরের সুপার অনির্বাণ সান্যাল, ঝাড়গ্রাম, বিনপুর ও নয়াগ্রাম তিনটি সার্কেলের ওসি ও কর্মীরা অভিযানে ছিলেন। তাঁরা গিয়ে দেখেন, জঙ্গল লাগোয়া মাঠে মাটির নীচে চোলাইয়ের উপকরণ মজুত করে রাখা হয়েছে। আবার বাড়ির মধ্যে পাইপ লাইনের মাধ্যমে চলছে চোলাই তৈরির কাজ। আবগারি দপ্তরের কর্মীরা গিয়ে সব নষ্ট করে দেন। তবে, সেই সময় গ্রামে কেউ ছিল না। আবগারি দপ্তর জানিয়েছে, বেআইনিভাবে বাড়িতে চোলাই মদ তৈরির জন্য নয়াগ্রাম থানায় তিনটি মামলাও রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট