মুকুল রায় ঘনিষ্ঠ কবিরুল ইসলাম সহ ৩০০ জন চন্দ্রকোনা রোডে বিজেপি দল ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেস


সোমবার,১৫/০৬/২০২০
852

পশ্চিম মেদিনীপুর:- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভায় বিজেপি নেতা ঘনিষ্ঠ বিজেপি নেতা কবিরুল ইসলাম সহ প্রায় ৩০০ জন বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । যারা বিজেপি ছেড়ে রবিবার তৃণমূলে যোগ দিয়েছেন তারা গড়বেতা তিন নম্বর ব্লকের দুই নম্বর কড়সা অঞ্চলের ও ছ নম্বর শংকর কাটা অঞ্চলের বিজেপি কর্মী সমর্থক হিসাবে পরিচিত ছিলেন। রবিবারে আনুষ্ঠানিকভাবে তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ওই দুটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হয়ে গেল তৃণমূলকংগ্রেস বলে বিধায়ক শ্রীকান্ত মাহাতো জানান।

তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিজেপি নেতা কবিরুল ইসলাম সহ সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীকান্ত মাহাতো,স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিশুই সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। যারা রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের সকলকে তৃণমূল কংগ্রেসে যোগ্য সম্মান দেওয়া হবে বলে বিধায়ক শ্রীকান্ত মাহাতো জানান। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের কাজ করার জন্য বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে কবিরুল ইসলাম জানান। আগামী দিনে আরও অনেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য আবেদন করেছেন তাদেরকেও আগামী দিনে দলের নেতৃত্বদের সাথে আলোচনা করে দলে নেওয়া হবে বলে জানান বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট