রুপালি পর্দার জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। মহান এই তারকার আকস্মিক প্রয়ানে বাকরুদ্ধ গোটা দেশ। সেলুলয়েডের পর্দায় তাঁর অসাধারন অভিনয় বরাবর মুগ্ধ করেছে সিনে প্রেমীদের। মহান তারকার প্রয়ানে শোকাহত ও মর্মাহত সিনে জগত। সুত্রের খবর মুম্বইয়ে আজই হবে সুশান্ত সিংহ রাজপুতের শেষকৃত্য। পটনা থেকে মুম্বই রওনা দিয়েছেন তাঁর বাবা। ইতিমধ্যেই মুম্বইয়ে পৌঁছেছেন অভিনেতার কয়েকজন আত্মীয়।
আজ মুম্বাইয়ে হবে শেষকৃত্য অভিনেতা সুশান্ত সিং রাজপুতের
সোমবার,১৫/০৬/২০২০
3128