লকডাউনের দীর্ঘ প্রায় আড়াই মাস পর সোমবার থেকে খুলছে বেলুড় মঠ। তবে মঠে পূণ্যার্থীদের জন্য চালু হচ্ছে নয়া নির্দেশিকা। ভক্ত, পূণ্যার্থী, দর্শনার্থী, সাধু-সন্ন্যাসী, মঠের কর্মীবৃন্দের জন্য় সতর্কতামূলক ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি মেনেই মঠ খুলছে কর্তৃপক্ষ।মঠ চত্বরে সোশাল ডিসটেন্সিং চিহ্ন থাকবে, মঠে নিষিদ্ধ ফুল, মিষ্টি। সামাজিক দূরত্ব মেনে পূণ্যার্থীদের দাঁড়ানোর জায়গা নির্দিষ্ট করা থাকবে ১০ বছরের নীচে ও ৬৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদেরও মঠে প্রবেশ নয় ।
সোমবার থেকেই খুলতে চলেছে বেলুড় মঠ। তবে মানতে একাধিক নিয়ম।
সোমবার,১৫/০৬/২০২০
629