গত এপ্রিল থেকে শুরু করে শনিবার পর্যন্ত সাত সপ্তাহে দশটি সংস্থা বিনিয়োগ করেছে মুকেশ আম্বানির সংস্থায়। জিও এই তিন মাসে ২২.৩৮ শতাংশ শেয়ার বিক্রি করে ১ লক্ষ ৪৩৬ কোটি টাকা বিনিয়োগ টেনেছে।এবার জিও প্ল্যাটফর্মে বিনিয়োগের ঘোষণা TPG Capital ও L Catterton-এর । জিও’তে ৪ হাজার ৫৪৬.৮০ কোটি টাকা বিনিয়োগ করছে টিপিজি। লকডাউনের মধ্যেই চলছে একের পর এক বিজনেস ডিল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে রিলায়েন্স জিও ইতিমধ্যেই ৯টি বিদেশি বিনিয়োগের ব্যবস্থা করে ফেলেছে।
জিও ম্যাজিক যেন থামছেই না।
রবিবার,১৪/০৬/২০২০
2183