সকাল থেকেই শহর সহ জেলা জুড়ে ভারী বৃষ্টি, সময়মত বঙ্গে বর্ষার আগমন। শুধু শহর কলকাতা নয় জেলা জুড়ে একই দৃশ্য। বেশ কয়েকদিন ধরে গরমে নাজেহাল হয়ে উঠেছিল রাজ্যবাসী। গত কয়েকদিনে বৃষ্টি পাতের ফলে কিছুটা হলেও সাময়িক স্বস্তি মিলেছে। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুত্ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া পশ্চিমের কিছু জেলায়, বীরভূম ও মুর্শিদাবাদেও আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ষার আগমনের ফলে ইতিমধ্যেই রাজ্যজুড়ে মেঘলা আকাশ।
রবিবার,১৪/০৬/২০২০
1725