পশ্চিম মেদিনীপুর:-তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নিশ্চিন্দীপুরে। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশে খাল সংস্কারের কাজ চলছিল। আজ সকালে প্রথমে বাড়িটি হেলতে শুরু করে। সকাল সাড়ে ৮টার সময় তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জানা যায় নিশ্চিন্তপুরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী নিমাই সামন্তের বাড়িটি এলাকায় খালের ধারে অবস্থিত, কয়েক দিন ধরেই চলছিল এলাকার খাল সংস্কারের কাজ। হঠাৎ শনিবার সকালে তিন তলা বাড়িতে ভেঙে পড়ায় এলাকায় তীব্র আতঙ্ক।
পশ্চিম মেদিনীপুরে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি
শনিবার,১৩/০৬/২০২০
1538