কৃষকদের বিদ্যুৎ বিল মুকুব করা সহ বেশ কয়েকটি দাবিতে পশ্চিম মেদিনীপুরে কংগ্রেসের ব্লক ডেপুটেশন


শুক্রবার,১২/০৬/২০২০
612

পশ্চিম মেদিনীপুর:– আমফান  ঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি ও কৃষকের ফসলের ক্ষতিপূরণ দেওয়া এবং কৃষকদের বিদ্যুৎ বিল মুকুব করা সহ বেশ কয়েকটি দাবিতে আজ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে ডেপুটেশন দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস l তাদের অন্যান্য দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল, ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সর্বদলীয় বৈঠক করা এবং করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনে আর্থিক ক্ষতিগ্রস্ত মানুষদের পাশাপাশি পরিযায়ী শ্রমিকসহ সকলকে ১০০ দিনের কাজের প্রকল্পে ২০০ দিন কাজ দিতে হবে l

জেলার ব্লকগুলিতে ডেপুটেশনে নেতৃত্ব দেন গড়বেতা- ভৈরব রায় গোয়ালতোড়- সুজিত খান ডেবরা -অশোক হাজরা, চিত্ত জানা সবং- জয়ন্ত ভৌমিক পিংলা- নারায়ন দাস, রবীন্দ্র ঘোষ নারায়ণগড়- আলম হোসেন চন্দ্রকোনা টাউন- স্বপন গোস্বামী ঘাটাল- জগন্নাথ গোস্বামী, শশধর মন্ডল, শ্যামাপদ রায় দাসপুর -অংশুমান মাঝি, কৌশিক গোস্বামী খড়গপুর- দেবাশীষ ঘোষ মেদিনীপুর- সোমনাথ চ্যাটার্জি রাজেশ হোসেন কুনাল ব্যানার্জি অরূপ মুখার্জি ও অজিতেশ দাস

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট