ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এর বার্ষিক সাধারণ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


বৃহস্পতিবার,১১/০৬/২০২০
526

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে চট শিল্পকে চাঙ্গা করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বৃহস্পতিবার সোমেন বাবু বলেন, ছ’বছর পর প্রধানমন্ত্রীর বাংলার কথা মনে পড়েছে। তাঁর প্রশ্ন, চট শিল্পকে চাঙ্গা করার কথা বলা হলেও যেসব চট শিল্প বন্ধ হয়ে গিয়েছে তা খুলবে কি করে তার কোন কথায় বলা হয়নি প্রধানমন্ত্রীর ভাষণে। সোমেনবাবু আরো বলেন চট শিল্প বন্ধ হয়ে যাওয়ায় চাষিরা পাট চাষে আগ্রহ হারিয়েছেন। সেইসব চাষীদের উৎসাহ ভাতা না দিলে পাট উৎপাদন কোথা থেকে হবে সেই প্রশ্নও তুলেছেন সোমেন মিত্র।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এদিনের বণিকসভার ভাষণ নিয়ে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে চুল শুরু হয়েছে পর্যালোচনা। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও চলছে প্রতিক্রিয়া। সোমেন মিত্র তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যকে কড়া ভাষায় কটাক্ষ করতে ছাড়েননি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট