বিজেপির সমালোচনায় অন্যান্য বিধায়কদের মত  সাংবাদিক সম্মেলন করেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন  মাইতি


বুধবার,১০/০৬/২০২০
763

পশ্চিম মেদিনীপুর:- বিজেপির সমালোচনায় অন্যান্য বিধায়কদের মত  সাংবাদিক সম্মেলন করেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন  মাইতি l মেদিনীপুর শহরে ফেডারেশ হলে বুধবার এম এলে এর প্রতিনিধি তথা আগামী ভাবী বিধায়ক প্রার্থী নির্মাল্য চক্রবর্তী বলেন, এই ভারত বর্ষ আমরা দেখতে চাই না। মুখ্যমন্ত্রীদের সঙ্গে  ভিডিও কনফারেন্স করার সময়  প্রধানমন্ত্রী যদি সহমত প্রকাশ করতেন তাহলে আজ এই দুর্দশা দেখতে হতো না পরিযায়ী শ্রমিকদের নিয়েও প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন কিন্তু সঠিক কাজ করেননি ।

ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রধানমন্ত্রীকে বলেছিলেন আমার রাজ্যে বহু সংখ্যক মানুষ অন্য রাজ্যে কাজ করছে ।তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবে রাজ্য সরকার সেই চিঠি দিয়ে আবেদন করার পরেও ভারত সরকার ১৫ দিনের সময় নিয়েছিলেন উত্তর দিতে। পরিযায়ী শ্রমিক নিয়ে নিজ নিজ রাজ্যে ফিরিয়ে দিতে পারতেন l

চিকিৎসা ও কাজে যারা গিয়েছিলেন ১০ দিন সময় দিলে তারাও ফিরে আসতে পারত। তাহলে ভারতবর্ষের আজ এই দুর্দশা হতো না। বিজেপি বারবার ভেবেছিল করোনা কিছু হবেনা দু-একটা প্রাণ যাবে, এতে  আমরা প্রশংসা পাব l তাদের মূল উদ্দেশ্য যেকোন প্রকারে গদি বাঁচিয়ে রাখা l

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট