১১ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে থেকে শুরু হচ্ছে কলকাতা হাইকোর্ট


বুধবার,১০/০৬/২০২০
736

১১ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে থেকে শুরু হচ্ছে কলকাতা হাইকোর্ট। তারই আগে করোনা মোকাবিলায় সমস্ত রকম নিয়ম মেনে গোটা হাইকোর্ট চত্বর জীবাণুমুক্ত করা হচ্ছে। হাইকোর্টের তিনটি ভবনেই জীবাণুমুক্ত করার কাজ চালান দমকল কর্মীরা। শুধুমাত্র হাইকোর্টের বাইরের অংশই নয় গোটা হাইকোর্টের তিনটি ভবনের ভেতরের অংশেও জীবাণুমুক্ত করার প্রক্রিয়া চালানো হচ্ছে।

এ প্রসঙ্গে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় জানান, ‘করোনা সংকটকালে বন্ধ ছিল আদালত। শুধুমাত্র জরুরি মামলার শুনানি হয়েছে ভিডিও কনফারেন্সে। আদালত খুলছে। সেখানে উপস্থিত হবেন হাইকোর্টের বিচারপতিরা, কোর্ট অফিসাররা ও অন্যান্য আদালত কর্মীরা, আইনজীবী ও বিচারপ্রার্থীরা। তাই সবার কথা মাথায় রেখে আগাম সতর্কতা হিসেবে এটা করা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট