আমফানে ক্ষতিগ্রস্ত সবাইকে সাহায্যের আশ্বাস দিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ


বুধবার,১০/০৬/২০২০
687

পশ্চিম মেদিনীপুর:- নারায়ণগড় বিধানসভা এলাকায় আম ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সবাইকেই সাহায্যের আশ্বাস দিলেন সেখানকার বিধায়ক প্রদ্যুৎ ঘোষ l বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান দুর্যোগের পর পাওয়া সাতদিনের রিপোর্টে দেখা গেছে বারোশো থেকে তেরোশো বাড়ি আমফান ঝড়ে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে l এছাড়াও দশ হাজার বাড়ির আংশিক ক্ষতি হয়েছে l সমস্ত ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য জেলাশাসকের  মাধ্যমে নবান্নে তালিকা পাঠানো হয়েছে l ক্ষতিগ্রস্তরা সকলেই আমাদের সরকার দ্বারা ক্ষতিপূরণ পাবেন বলে আমরা নিশ্চিত l

কিছু কিছু ক্ষেত্রে কাগজপত্রের সমস্যা থাকলেও প্রশাসনিকভাবে সেগুলি ঠিক করা হচ্ছে l এর আগে বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা পেয়ে গেছেন l যাদের শস্য হানি হয়েছে কিষান বিকাশ কার্ড থাকলে তারাও ক্ষতিপূরণের টাকা পাবে l এদিকে  লকডাউন শিথিল হওয়ার পর নারায়ণগড় এলাকায় দেখা গেছে দোকান বাজারে মানুষের গাদাগাদি করা  ভিড় l তাদের অধিকাংশেরই মুখে কোনো মাস্ক নেই l এ প্রসঙ্গে বিধায়ক বলেন, রাস্তাঘাটে দেখা যায় 60% বাইক আরোহী হেলমেট পড়েন না l বিষয়টাকে তারা অনেক সহজ মনে করে l এক্ষেত্রেও মানুষ করোনা প্রতিরোধের বিষয়টি সহজভাবে নিচ্ছেন l  মানুষ নিজে সচেতন না হলে সরকার তা করতে পারে না l সরকার শুধু চেষ্টাই করতে পারে l তবে এক্ষেত্রে প্রশাসনেও কিছুটা ঢিলেমি লক্ষ্য করা যাচ্ছে l প্রদ্যুৎ ঘোষ বলেন, ভারতে যে হারে করোনা বৃদ্ধি পাচ্ছে তাতে কেন্দ্র সরকার খুব শীঘ্রই আবার লকডাউন ঘোষণা করতে বাধ্য হবে l

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট