“বিশেষ কঠোর এবং কঠিন বাস্তব দাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে কাজ করছে”-শিউলী সাহা


বুধবার,১০/০৬/২০২০
775

পশ্চিম মেদিনীপুর : বিশেষ কঠোর এবং কঠিন বাস্তব দাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে কাজ করছে।বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করছে তার বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে সত্য তুলে ধরাই আমাদের প্রত্যাশা করছি জানান কেশপুর এর বিধায়িকা শিউলি সাহা।পশ্চিম বাংলা ১৩ নম্বরে আছে।৯ হাজার ৫২ আমার টেস্ট করেছি।কেন্দ্র সরকার পি,পি কিট দিতে দেরী করেছে।অন‍্যান‍্য রাজ‍্যের তুলনায় বাংলার পরিস্থিতি ভালো।বিজেপি সত্যকে ভয় পাই।কোন পরিকল্পনা না কেন্দ্রীয় সরকার লক ডাউন ঘোষণা করেন।তাতে পরিয়ারী শ্রমিকদের আনার কোন ব‍্যবস্হা করলেন না।

উদ্দেশ্যে ভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে।ধর্মীয় স্হান খুলে যাবে, সেখানে দীলিপ ঘোষ বিরোধিতা করেছিল, তার কিছু দিন কেন্দ্রীয় সরকার ধর্মীয় স্হান খুলে দেয়।কেশপুর প্রথম মে মাসে ধরা পরে,পরিযায়ী শ্রমিক আসার ফলে ৩২ জন পজিটিভ।তারা সবাই সুস্থ হয়ে গেছে।২০৯টি কোয়ারানটাইন সেন্টার হয়েছে।কথা ও কাজে কোন মিল নেই কেন্দ্রীয় সরকারের।ভার্চুয়াল র‍্যালির মধ্যে দিয়ে শুধু মিথ্যা কথা বলে গেছেন।লক ডাউন আগে য়ারা বাইরে গেছে তাদের আনার চেষ্টা করবেন। কঠিন সময়ে ৫কেজি চাল দিয়েছে,৭৯জনকে রেশন ডিলারকে সাসপেন্ড ও ৪৫ জন গ্রেফতার করেছে।২৫ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি।কেশপুরে কোন কিছু নিয়ে এখন সমস্যা নেই।সাংগঠনিক ভাবে তূনমূল পিছিয়ে যাইনি।আগামী দিনে বাকি কাজ আমার খুব তাড়াতাড়ি শেষ করার।মমতা বন্দ্যোপাধ্যায় ভগবানের সাথে তুলনা করলেন কেশপুরের বিধায়ক শিউলী সাহা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট