আজ কলকাতা পুরসভার কর্মীদের জন্য বিশেষ বাস


বুধবার,১০/০৬/২০২০
648

আজ কলকাতা পুরসভার কর্মীদের জন্য বিশেষ বাস। 100% হাজিরা নিশ্চিত করতে বাসের ব্যবস্থা পুরসভার। সকাল আটটা থেকে সাড়ে নটার মধ্যে শহরতলীর আটটি লোকেশান থেকে 11 টি বাস ছাড়বে। কলকাতা পুরসভার পুর কর্মীদের অফিসে নিয়ে আসার জন্য এই বাস। ডায়মন্ড হারবার , বারুইপুর জোকা , গার্ডেনরিচ, বারাসাত,য় বারাকপুর , কল্যাণী ও ব্যান্ডেল। এই আটটি জায়গা থেকে বাস ছাড়বে।

ধর্মতলায় কলকাতা পুরসভার প্রধান অফিসে কাজে নিয়ে আসার জন্য কর্মীদের জন্য এই বাস। বিকেল পাঁচটায় আবার ধর্মতলা থেকে এই আটটি লোকেশনে ফিরে যাবে কর্মীদের নিয়ে বাস গুলি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট