করোনা যোদ্ধাদের সম্মান প্রদান, থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীদের জন্য রক্তদান শিবির এবং বস্ত্রদান অনুষ্ঠান


বুধবার,১০/০৬/২০২০
589

আজ ১০ ই জুন (বুধবার) বেলা ১২ টায় হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের ২১ নং ওয়ার্ড এ (টাইগার ক্লাবের পাশে)করোনা যুদ্ধে যাদের অবদান মানুষ ভুলতে পারেনা সেই সমস্ত ডাক্তার,নার্স,সাস্থকর্মী,এবং পুলিশ কর্তাদের সম্মান জানানো হয়।তাদের হাতে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে শ্রদ্ধা জানানো হয়।সেই সাথে থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে এক রক্তদান শিবির হয়।মোট ১৮ জন রক্তদাতা ছিলেন,তাদের মধ্যে ১৫ জন রক্তদাতা ছিল মহিলা।এরপর ওই এলাকার সতাদিক পুরুষ ও মহিলাদের মধ্যে বস্ত্রবিতারণ করা হয়।

এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক তথা বিশিষ্ট আইনজীবী ইদ্রিশ আলি।
বিশেষ সহযোগিতা করেন উলুবেড়িয়া পৌরসভার অন্যতম প্রশাসক আব্বাসউদ্দিন খাঁন এবং যাদব খাঁড়া।

বিধায়ক ইদ্রিশ আলি তার ভাষণে বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অনুষ্ঠান।তিনি প্রকৃত গরীবের বন্ধু।করোনা ভাইরাস থেকে আরম্ভ করে আমফান ঘূর্ণিঝড় এ ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি যেভাবে কাজ করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা অন্যকোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে কাজ করতে দেখা যাইনি।বাংলার মানুষ ঠিক করে ফেলেছেন ২০২১ এ তৃণমূলকে বিশাল ভোটে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় কে পুনরায় মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন এবং ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ মানুষরা চান পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে।সেটা বুঝতে পেরে বি জে পি এখন পাগলামো করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভার্চুয়াল জনসভা করছেন।

বিধায়ক ইদ্রিশ আলি আরো বলেন ২০২৫ এ বি জে পি ধুয়ে মুছে যাবে এবং ২০২১ এ পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভা আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
প্রশাসক আব্বাসউদ্দীন খাঁন তাঁর ভাষণে রক্তদানের প্রয়োজনীয়তার ব্যাখ্যা করেন।তিনি বলেন এই পরিস্থিতিতে সরকারী নির্দেশ মতো সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের এই ধরণের সমাজমুলক অনুষ্ঠান চলতে থাকবে।

উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সেখ সেলিম, রোবিয়াল হক মোল্লা,এনামুর রহমান,হওড়া গ্রামীন শিক্ষাসেলের সভাপতি মুক্তেস দে,বিশিষ্ট সমাজসেবী অসিত ব্যানার্জী,আজিজুর রহমান,কলকাতা থেকে আগত সমাজসেবী তৌসিফ হোসেন।

উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার ডঃ সুদীপ কাড়ার তার বক্তব্যে সকলের মন জয় করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট