সব চেষ্টা করেও বাঁচানো গেল না তিন বছরের পূজাকে


মঙ্গলবার,০৯/০৬/২০২০
620

পশ্চিম মেদিনীপুর:-গত সোমবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের বিহারীসোল গ্রামে শশুর বাড়িতে স্ত্রী মালতি হেমরমকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী হন কাঞ্চন হেমরম নামে এক যুবক। স্ত্রীকে খুন করার পর সে তার তিন বছরের কন্যাপূজা হেমরম কে ছুরি দিয়ে কোপায়।চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ দুটি মৃত দেহ উদ্ধারের পর সোমবার আশঙ্কাজনক অবস্থায় পূজা কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে । সেখানে বহু চেষ্টা করেও ডাক্তারবাবুরা পূজা কে বাঁচাতে পারে নি।

পূজার মৃত্যু সংবাদ মঙ্গলবার পৌঁছানোর পর বিহারী সোল এলাকায় শোকের ছায়া নেমে আসে।পূজার মৃত দেহ কোলে নিয়ে তার মামী মা বাসন্তী সরেন সহ তার মামা বাড়ির সকলেই কান্নায় ভেঙে পড়ে। শালবনী থানার কুসুম ডাঙা গ্রামের বাসিন্দা কাঞ্চন হেমরম এলাকায় সাদাসিদে ছেলে হিসাবে পরিচিত ছিল।সে এমন ঘটনা ঘটাবে তা কেউ ভাবতে পারছে না। এক সঙ্গে স্বামী ,স্ত্রী ও কন্যার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শালবনি থানার কুসুম ডাঙা গ্রামে শোকের ছায়া নেমে আসে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট