পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সুন্দরবনে ম‍্যানগ্রোভ রোপণ করলো পুলিশ


সোমবার,০৮/০৬/২০২০
575

আম্ফানের তাণ্ডবে রাজ্যে লক্ষ লক্ষ গাছ ভেঙে পড়েছে। পরিবেশবিদদের মতে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে তার জেরেই আজ সুন্দরবনের ম্যানগ্রোভের ক্ষতি হয়েছে। জঙ্গল হারিয়েছে তার নিজস্ব সৌন্দর্য। ম‍্যানগ্রোভ যেভাবে দুর্যোগ মোকাবেলা করে তা আজ দেখলে বোঝা যাচ্ছে।তাই ইতিমধ্যে রাজ্য প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ৫ কোটি গাছ লাগাতে হবে। তারই কর্মসূচি শুরু করেছে রাজ্য পুলিশ প্রশাসন।

তেমনই সুন্দরবনকে বাঁচাতে এগিয়ে আসলো এবার বসিরহাট জেলা পুলিশ। পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুই এর নির্দেশে বসিরহাট মহকুমার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদের মতো ম‍্যানগ্রোভ অধ‍্যুষিত ব্লকগুলিতে পুলিশ নিজেদের উদ্যোগে ম্যানগ্রোভ এর চারা গাছ লাগাচ্ছে‌। কখনো রায়মঙ্গল ও কালিন্দী নদীর ধারে আবার কখনো ইছামতীর পাড়ে আবার বেতনী ও ছোট কলাগাছি নদীর পাড়ে গাছ লাগিয়ে সুন্দরবনকে বাঁচানোর চেষ্টায় নেমেছে বসিরহাট জেলা পুলিশ। আম্ফান কতটা ভয়ঙ্কর হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলার মানুষ।তাই যেভাবে লক্ষ-লক্ষ গাছ ভেঙে পড়েছে তার পরিপ্রেক্ষিতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে তাই এবার এগিয়ে আসলো পুলিশ। গাছ লাগানোর পর রক্ষণাবেক্ষণের জন‍্য নজরদারিও চলবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট