প্রথম গেটে লাগানো রয়েছে বড়ো বড়ো দুটো প্লাকেট। যেখানে লেখা মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ।যা দেখার জন্য দাঁড়িয়ে নিরাপত্তা রক্ষী। এর পর ভিতরে ঢুকলেই প্রথমে অস্থায়ী ব্যাসিনে লিকিউইট সাবান দিয়ে হাত ধুতে হবে।হাত ধুয়ে এর পর বিল্ডিংয়ে ঢোকার গেটে থার্মাল চ্যাকিং হাতে স্যানিটাইজার দিয়ে ভিতরে ঢুকতে হবে।লিফটে চার জনের বেশি ওঠা যাবে না।লিফট এর কাছ থেকে শুরু করে যেখানে যেখানে লাইন হওয়ার সম্ভাবনা সেখানে সোশ্যাল ডিস্টেন্স এর দাগ কাটা আছে।বিকাশ ভবন চত্বর জুড়ে করোনা সচেতনতা মূলক বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে।কর্মীরাও আসতে শুরু করেছে।রাস্তায় গাড়ির সংখ্যা হলেও আসতে কোনো সমস্যা হয় নি এমন টাই দাবি তাদের।
বিকাশ ভবন চত্বর জুড়ে করোনা সচেতনতা মূলক কড়াকড়ি
সোমবার,০৮/০৬/২০২০
611