সামনেই বর্ষাকাল, বর্ষাকালের আগে দক্ষিণ কলকাতার বেহালা ঠাকুরপুকুর পাশাপাশি মহেশতলা এলাকায় যাতে জল না জমে বর্ষাকালে তার জন্য যে খালের উপর নির্ভরশীল এখানকার নিকাশি ব্যবস্থা সেই মনির খান ও চরিয়ালখাল পরিদর্শনে আসেন মেয়র। মেয়র আজ বেলা 11 টার সময় মনিখাল সংলগ্ন বুস্টারপাম্পিং স্টেশন ঘুরে দেখেন এবং খাল পরিদর্শন করেন ।সাথে উপস্থিত ছিল mic তারোক সিং এবং অঞ্জন দাস ।সেখানে কর্পোরশনের ইঞ্জিনিয়ারদের পরিস্কার নির্দেশ দেন বর্ষার আগে যত তাড়াতাড়ি সম্ভব কাল সংস্কার করতে হবে।
সামনেই বর্ষাকাল, চরিয়ালখাল পরিদর্শনে মেয়র
সোমবার,০৮/০৬/২০২০
650