করোনার আবহে রাজারহাট চাঁদপুর পঞ্চায়েতের মাছিভাঙ্গা গ্রাম থেকে বিজেপির এক সদস্য সহ ৭০ জন তৃণমূলে যোগদান করে। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হয়েছিলেন অসীম মন্ডল। এলাকার মানুষের প্রতিশ্রুতি মতো কাজ করতে পারছিলেন না। এলাকার উন্নয়ন করতে পারছিলেন না। করোনার আবহে এলাকার মানুষের জন্য কাজ করতে না পেরে আজ মাছিভাঙ্গা গ্রামের ৭০ জন নিয়ে তৃণমূলে যোগ দেন। তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজারহাট- নিউটাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কর।
প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড় পাওয়ার গ্রিড আন্দোলনের আঁচ এসে পড়েছিল রাজারহাটের চাঁদপুর পঞ্চায়েতের মাছিভাঙ্গা গ্রামে। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের তৃণমূল সরকারের বিরোধিতা করে মাছিভাঙ্গা সহ চাঁদপুর পঞ্চায়েতের ২৬ টি আসনেই তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল বিজেপি। তবে কোথাও সরাসরি প্রার্থী দিয়েছিল বিজেপি। আবার কোথাও বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দিয়েছিল। ৬ টি আসনে জয়লাভ করেছিল। কংগ্রেস ১টি আসন পেয়েছিল। যদিও ১৯টি আসন নিয়ে পঞ্চায়েত দখল করে তৃণমূল।